গত দু'বছর ধরে ঠিক রাত এগারোটায় সুধন্যর 'গুড নাইট' এর মেসেজ আসে সোহিনীর হোয়াটসআপে। সুধন্য ভালোবাসে সোহিনীকে। কলেজে প্রপোজ করেছিল। সোহিনী এড়িয়ে গেছে। কিন্তু সুধন্য সেইদিন থেকে ওকে রোজ গুড নাইট মেসেজ পাঠায়।
দুবছরে এই প্রথমবার মেসেজটা মিস হলো। সারা রাত দুচোখের পাতা এক করতে পারেনি সোহিনী। সকাল হতেই সোহিনী ফোন করলো সুধন্যকে ।
"কিরে কাল 'গুড নাইট' মেসেজ পাঠালি না তো। তোর শরীর ভাল আছে তো? খুব দুশ্চিন্তা হচ্ছিলো তাই ফোন করলাম।"
"না রে ভাবলাম তোকে আর কখনও বিরক্ত করবো না। তাই...... পাঠাই নি"।
সোহিনীর কাল সারারাত সুধন্যর জন্য ভেবেছে। আর আজ ও বুঝতে পেরেছে সুধন্যকেও ও ভালবাসে। সোহিনী বলে, "তুই যদি গুড নাইট এর মেসেজ না পাঠাস আমি সারারাত ঘুমাবো না। আর আজ থেকে আমাকে যত খুশি জ্বালাতন কর আমি একটুও বিরক্ত হবো না। পাগল একটা, লাভ ইউ সুইটহার্ট" ।।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং মৌসুমি ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।