রায়গিন্নী পলাশফুল ভালোবাসেন বলে রায়বাবু বাড়ির উঠোনে একটা পলাশ গাছ পুঁতেছিলেন। প্রতিবছর যেই পলাশ গাছে ফুল আসে, অমনি কয়েক জোড়া কোকিল এসে ডেকেডেকে মাথা খারাপ করে দেয় আর রায়বাবু চিৎকার গিন্নিকে বলেন, 'বসন্ত এসে গেছে..."
এবছর রায়গিন্নি বাড়ি নেই, মেয়ের কাছে গেছনে। রায়বাবুর মনটা হাকুপাকু করছে বসন্তের এমন দিনে গিন্নি নেই। মনে মনে ঠিক করেছেন আজ ভোরবেলা ভিডিও কল করেই গিন্নিকে পলাশগাছ দেখিয়ে বলবেন, "বসন্ত এসে গেছে" ।
ভোরবেলা ডোরবেলের আওয়াজে ঘুম ভেঙে দরজা খুলেই দেখেন গিন্নি দাঁড়িয়ে। রায়বাবু তো হতবাক এমন সারপ্রাইজে! কিছু বলার আগেই গিন্নি বললেন, "বসন্ত এসে গেছে আর তুমি একা পলাশ দেখবে কোকিলের ডাক শুনবে তা কি হয়? আমিও হাজির মশাই"।।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং মৌসুমি ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।