যদি আর একবার আসো
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মৌসুমি ঘোষ
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , মে
প্রকাশিত ৫ টি লেখনী ১৫ টি দেশ ব্যাপী ১৫৫০ জন পড়েছেন।
রবিস্যার ,আপনি আর একবার যদি আসেন খোয়াই এর পারে , শান্তিনিকেতনে। 
আপনার সাথে কিছু কথা ছিল, আগামী পঁচিশে বৈশাখ নিমন্ত্রণ রইলো জন্মদিনে । 
স্বচক্ষে দেখে যান একবার --- কেমন
আছে আপনার ছাতিমবন আর শ্রীনিকেতন । 
উঠোন জোড়া মাধবীলতা, 
জড়িয়ে থাকে অনন্ত শূন্যতা ! 

আপনার অমল'রা আজ সত্যি ঘরবন্দী, দৈ ওয়ালাও আর হাঁক পাড়ে না ,
রতনের পোস্টমাস্টারকে কেউ চিঠি লেখে না । 
নিরুপমারা আজও মরে পণের অভাবে।
চারুলতারা নির্যাতিত হয় তাদের সরল স্বভাবে ।
কৃষ্ণকলির চোখ আজ আর কালো হরিণ নয় , 
ফিল্টারে সে চিতল চিতল হরিণ দেখায় । 
যদি আর একবার আসেন 

আপনি জানেন ? 
দুই বিঘা জমি নিয়ে কৃষকরা আন্দোলনে পথে নামে। 
তুমুলভাবে রিমিক্স হয় আপনার লেখা গানে । 
বড্ড মিস করি 'আলো'র মত ভালো প্রতিবেশীদের । 
বোধ করি পৃথিবীটা আজ তাসের দেশ । 
ছয় ঋতুরা হারিয়ে গেছে বেশ । 

এখনকার প্রেমিকরা বিহারী'র মত শালুক আনে না তুলে, 
তারা প্রেম নিবেদন করে ভার্চুয়ালে 
আর প্রেমের কবিতা লেখে সোশ্যালে 
এখন বসন্ত মানে আর আবীর নয় ---- 
সেজেগুজে ছবি ফেসবুক ময়। 
শিলং পাহাড় অপেক্ষা করে 
আপনি আবার যাবেন পাহাড় চুড়োর সেই প্রিয় ঘরে । 

আপনি আসবেন সোনাঝুঁড়ির শনিবারের হাঁটে
ঠিক যখন গোধুলিতে সূর্য যাবে পাটে । 
আপনার সাথে গাইবো আবার নতুন সৃষ্টির গান
উপহার দেবেন আরো অনেক অনেক গীতবিতান।
সঞ্চয়িতায় মুগ্ধ হয়ে শান্ত হবে এ প্রাণ ।।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং মৌসুমি ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 2  Europe : 2  France : 1  Germany : 1  India : 107  Ireland : 9  Russian Federat : 6  Saudi Arabia : 7  Ukraine : 3  
United Kingdom : 3  United States : 143  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 2  Europe : 2  France : 1  
Germany : 1  India : 107  Ireland : 9  Russian Federat : 6  
Saudi Arabia : 7  Ukraine : 3  United Kingdom : 3  United States : 143  
© কিশলয় এবং মৌসুমি ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যদি আর একবার আসো by MOUSUMI GHOSH is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৫৯৮২
  • প্রকাশিত অন্যান্য লেখনী