এক অজানা আশঙ্কা নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে বাইরে ছটফট করছে রাজু। গতবছর আজকের দিনেই কোভিডে আক্রান্ত হয়ে মা চলে গেছিলো, এবার কোভিড আক্রান্ত ওর নয়মাসের গর্ভবতী বউ। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় রাজুকে ডেকে পাঠানো হয়েছে। ওর বউ এখন অপারেশন থিয়েটারের ভিতরে। এদিকে বাইরের আকাশটাও কিরকম যেন থমথমে হয়ে আছে।
"কংগ্রাচুলেশনস দাদা, আপনার মেয়ে হয়েছে, দু'জনেই সুস্থ এবং স্বাভাবিক আছে" - শুনেই ঘোর কাটলো রাজুর। তাড়াতাড়ি গিয়ে মেয়ের মুখের দিকে তাকাতেই মনে হলো যেন ওর মরা মা ফিরে এসেছে। স্ত্রীর সুস্থতার খবর ও সদ্য পাওয়া পিতৃত্বের স্বাদ রাজুকে উদ্বেলিত করে তুলল। রাজুর দুচোখে তখন বাইরের প্রকৃতির মতোই অঝোরধারা বিরাজমান।
রচনাকাল : ১১/৫/২০২১
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।