এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বৈশাখের রুদ্রতেজে রুদ্ররবি আসে সেজে
রৌদ্রতাপে উত্তাপ প্রখর,
এক ফোঁটা নেই বৃষ্টি একি হলো অনাসৃষ্টি
খাঁ খাঁ করে অজয়ের চর।
রৌদ্র লাগে খালি গায় তপ্ত মাটি চলা দায়
মাথার উপর ছাতি ধরে,
রাঙাপথে চটি পায়ে কেউ বসে তরুছায়ে
কর্মক্লান্ত ঘর্ম পড়ে ঝরে।
কাজল দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
গাঁয়ের বধূরা করে স্নান,
স্নান সেরে চলে ঘরে লাল পেড়ে শাড়ি পরে
দেখিয়া জুড়ায় মম প্রাণ।
আঙিনায় রৌদ্র ঝরে ঠাণ্ডা মাটি তপ্ত করে
বৈশাখের রুদ্র দাবদাহে,
রৌদ্র হাসে আঙিনায় ঘর্ম মুছি গামছায়
বাহিরিতে মন নাহি চাহে।
দুপুর মধ্যাহ্নকাল রচে কত মায়াজাল
চক্ষু দুটি ঘুমে পড়ে ঢলে,
কাজল দিঘির জল রৌদ্রে করে ঝলমল
পানকৌড়ি ডুব দেয় জলে।
রচনাকাল : ১১/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।