কবিগুরু স্মরণে আমার নিবেদিত শ্রদ্ধার্ঘ একগুচ্ছ কবিতা
আনুমানিক পঠন সময় : ৬ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৮৬৮০৮ জন পড়েছেন।
বিশ্বকবির ১৬০ তম শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ  
কবিগুরু স্মরণে আমার নিবেদিত শ্রদ্ধার্ঘ একগুচ্ছ কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের একটাই দেশ। তা শুধু ভারতবর্ষ নয়, সারা দুনিয়া, গোটা বিশ্ব। একটাই জাতি, তা হল মানুষ। একটাই ভাষা, তা হল মানব ভাষা। একটাই ধর্ম তা হল মানবধর্ম। তাই তো আজও সারা বিশ্ববাসী বিশ্বকবির জয়গান করে-
এসো হে পঁচিশে বৈশাখ এসো এসো।


১২৬৮ বঙ্গাব্দের (১৮৬১ সাল)  শুভ পঁচিশে বৈশাখ এই দিনে তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালের বাংলা ২২ শ্রাবণ মৃত্যুবরণ করলেও বাঙালির হৃদয়ে চির আসন করে নিয়েছেন তিনি।


তিনি চির নতুনের কবি, বর্তমান এবং ভবিষ্যতের কবি। রবীন্দ্রনাথ তার লেখনীতে বাঙালির জীবন-যাপন, সংস্কৃতিকে যেমন তুলে ধরেছেন, তেমনি বাঙালির চিরদিনের হাসি-কান্না, আনন্দ-বেদনারও অন্যতম রূপকার তিনি।


কবির  ১৬০ তম জন্মদিবসে সশ্রদ্ধচিত্তে জানাই কবি প্রণাম। কবি স্মরণে কবির শব্দরাশি দিয়ে লেখা তাঁরই অনুকরণে বিশ্বকবিকে কবিপ্রণাম জানিয়ে কবির জন্মদিনে  আমার একগুচ্ছ কবিতা প্রকাশ দিলাম।


বিনীত কবি
লক্ষ্মণ ভাণ্ডারী


নারায়ণা বিহার, নতুন দিল্লি-110028


=========================


পঁচিশে বৈশাখ
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাত কিরণে আজি পঁচিশে বৈশাখ,
অনাগত আগামীরে দিয়ে যায় ডাক।
তরু শাখে পক্ষী সব করিছে কুজন,
পঁচিশে বৈশাখে হেরি সুন্দর ভুবন।


হে কবি রবি ঠাকুর বিশ্বকবি তুমি,
রবি সম তেজপুঞ্জ তোমারে প্রণমি।
লিখিলে কবিতা কত কি আর কহিব?
হে কবি লহ প্রণাম, শ্রদ্ধাঞ্জলি তব।


পঁচিশে বৈশাখ আসে দীপ্ত কলেবরে,
কোকিলের কুহুতান সুমধুর স্বরে।
পঁচিশে বৈশাখ ফিরে আসুক আবার,
সৃষ্টি হোক ধরামাঝে লক্ষ কবিতার।


আসে পঁচিশে বৈশাখ, বর্ষ যায় চলে,
রয়ে যায় কবি স্মৃতি এই ধরাতলে।


===========================


কবিগুরু লহ প্রণাম
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
কলকাতার জোড়াসাঁকো তব পূণ্য জন্মধাম।
বরণীয় তুমি স্মরণীয় তুমি, জগতে সবাকার,
বাংলার কবি, বাঙালী কবি, গর্ব তুমি বাংলার।


বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
কবিতা লিখে জগত্জুড়ে পেয়েছো বহু সম্মান।
নোবেল বিজয়ী বিশ্বকবি, তুমি বাংলারই কবি,
জগতে চির উদ্ভাসিত তুমি নব প্রভাতের রবি।


বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
বিশ্বজুড়ে গাহিয়াছ তুমি, ভারতের জয়গান।
রাখীউত্সবে মোরা সবে রাখী বাঁধি সবার হাতে,
তব রচিত জাতীয় সঙ্গীত গাহি সবে এক সাথে।


বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
বিশ্বজুড়ে গাহিয়াছ তুমি, সাম্যের জয়গান।


=============================


"আজি পঁচিশে বৈশাখ"  
       কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


আজি শুভ জন্মদিন          দিকে দিকে বাজে বীন
          ওঠে বেজে সঙ্গীতের সুর,
আজি পঁচিশে বৈশাখ      শুভ দিনে শুনি ডাক
           বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর।


তুমি যে বিশ্বের কবি,      চির উদ্ভাসিত রবি,
          বিশ্বজুড়ে খ্যাত তব নাম,
আজি পঁচিশে বৈশাখ,     দিকে দিকে বাজে শাঁখ
          কবি লহ মোদের প্রণাম।


রবীন্দ্র সঙ্গীতে তব        চিত্তে জাগে আশা নব
           বেজে ওঠে সুরের ঝঙ্কার,
তুমি যে কবির সেরা       প্রণাম জানাই মোরা
            বিশ্বকবি তুমি বসুধার।


নোবেল বিজয়ী তুমি,       ধন্য তব বঙ্গ ভূমি,
            বিশ্বকবি তুমি যে মহান,
আজ পূণ্য শুভ দিনে        এসেছিলে এ ভুবনে
             লহ কবি সশ্রদ্ধ প্রণাম।


কবিতাটির আবৃত্তি লিঙ্ক  
https://www.youtube.com/watch?v=gf-MEhWMX5g
==================


এসো হে পঁচিশে বৈশাখ  
    কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে আবার পঁচিশে বৈশাখ
নব নব রূপ সাজে,
জন্ম দেহ এক নব বিশ্বকবি
এই বসুধার মাঝে।


হে মহান কবি তুমি বিশ্বকবি
মানব প্রেমিক তুমি,
পঁচিশে বৈশাখ শুনি তার ডাক
কান পেতে তাই শুনি।


আসিলে ধরায়, এই বসুধায়
মানুষেরে ভালবেসে,
সবার হৃদয়ে আছো তুমি কবি
জাতি ধর্ম নির্বিশেষে।


বাংলার কবি বাঙালির কবি
তুমি যে বিশ্বের কবি,
তব বন্দনায় সারা বসুধায়
কিরণ ছড়ায় রবি।


এসো হে আজিকে যুগান্তের কবি
বিশ্বজুড়ে তব আহ্বান,
শুনি সেই ডাক পঁচিশে বৈশাখ
গাহে তব জয়গান।


আবার আসুক পঁচিশে বৈশাখ
এই ধরণীর তলে,
মহা মানবের এ সাগরতীরে
আসমুদ্র হিমাচলে।


====================


এসো হে পঁচিশে বৈশাখ  
              কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলার কবি বাঙালির কবি
তুমি যে বিশ্বের কবি,
বাংলার আকাশে বাংলার বাতাসে
চির উদ্ভাসিত রবি।


মনের গহনে প্রাণের স্পন্দনে
রচিলে কবিতা গান,
বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
তোমায় জানাই প্রণাম।


বাংলার মাটি বাংলার জল
বাংলার মানুষ জন,
সবাকারে তুমি ভালবাসা দিয়ে  
করিলে তব আপন।


হে বিশ্ব বরেণ্য তুমি কবিপ্রতীম
দিলে কাব্য গাঁথা মালা,
তব সুমধুর গানে দিলে সুর
সাজালে গানের ডালা।


আসে দেখো ওই পঁচিশে বৈশাখ
দিকে দিকে শুনি আহ্বান,
হে বিশ্বের কবি তুমি রবি ঠাকুর
তোমারে জানাই প্রণাম।


==================


এসো হে পঁচিশে বৈশাখ  
                কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


তুমি বিশ্বকবি তোমারে প্রণমি
কবিগুরু রবিঠাকুর,
লিখিলে যে কত কাব্য গীতিমালা
দিলে সুমধুর সুর।


বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
দেশে দেশে তব নাম,
নোবেল বিজয়ী হে কবি মহান
তোমারে জানাই প্রণাম।


এ বিশ্ব মাঝারে দিলে সবাকারে
হৃদয়ের ভালবাসা,
তোমারে লভিয়া ধন্য বিশ্ববাসী
জাগে নব নব আশা।


হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রীষ্টান
জাতি ধর্ম নির্বিশেষে,
রাখী উত্সবে দিলে বাঁধি রাখী
সবাকারে ভালবেসে।


এই ভারতের মহা মানবের
সাগরের তীরে কবি,
জাতিভেদ ভুলে মাতিল সকলে
মহা মিলনের ছবি।


মানুষেরে তুমি ভালবাসা দিয়ে
করিলে হৃদয় জয়,
বিশ্বের কবি তুমি কবিগুরু
তোমার হউক জয়।


ওই যে আসিছে ভৈরব হরষে
এসো পঁচিশে বৈশাখ,
মোহ কালিমা সব দূরে যাক
মিলে যাক মিশে যাক।


দিনে দিনে কত লিখিলে কবিতা
কত কাব্য কত গান,
বিশ্বকবি তুমি  হে রবি ঠাকুর
তোমারে জানাই প্রণাম।


কবিতাটির আবৃত্তি লিঙ্ক
https://www.youtube.com/watch?v=OcpJMgXzwNE&t=30s


==================


এসো হে পঁচিশে বৈশাখ
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


পঁচিশে বৈশাখ আসে
ভৈরব হরষে এ ধরায়,
দিকে দিকে শুনি তাই
বিশ্বকবির বন্দনা গায়।


এসো হে বিশ্বের কবি
এসো হেথা পুনর্বার,
জনগনমন বন্দিত তুমি
সারা বিশ্বের মাঝার।


দিকে দিকে শুনি তব
আহ্বান সংগীতের সুর,
হে বিশ্বকবি লহ প্রণাম
কবিগুরু হে রবিঠাকুর।


পঁচিশে বৈশাখ আসে
নিত্য নব কলেবরে,
লক ডাউন দিকে দিকে
পূজিব তবু ঘরে ঘরে।


এসো হে প্রাণের ঠাকুর
বিশ্বকবি বসুধার,
আসিছে পঁচিশে বৈশাখ
এই বিশ্বের মাঝার।


==================


"এসো হে পঁচিশে বৈশাখ"  (ছড়ার গান)
             কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


পূবের কোণে উঠলো রবি
রবি ঠাকুর প্রাণের কবি।


পঁচিশে বৈশাখ আসে তাই,
আনন্দের আর সীমা নাই।


গাছের ডালে গাইছে পাখি,
বনের টিয়া উঠলো ডাকি।


ফুল ফুটেছে ফুলের বনে,
বইছে নদী আপন মনে।


হে বিশ্বকবি! রবি ঠাকুর,
সঙ্গীতে তব মধুর সুর।


রবীন্দ্র গীতি সুরের গান,
আকুল করে সবার প্রাণ।


বাজলো বেণু মধুর সুরে,
কবির নাম জগৎ জুড়ে।


জাতির গর্ব বাঙালি জাত,
কবির সেরা রবীন্দ্রনাথ।


নাইকো কবি রবি সমান,
কবি স্মরণে ছড়ার গান।


জগৎ জুড়ে কবির নাম,
হে কবিগুরু! লহ প্রণাম।


=============


"এসো হে পঁচিশে বৈশাখ"  
            কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মদিন পঁচিশে বৈশাখে
কবিগুরু লহ প্রণাম,
বিশ্বকবি তুমি দিকে দিকে শুনি
বিশ্বজয়ী তব নাম।


তুমি বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবি
তুমি কবি বসুধায়,
তব বন্দনায় তরুর শাখায়
নিত্য পিকদল গায়।


হে কবিপ্রতীম তুমি কবিগুরু
লিখিলে কবিতা কত,
তোমার কবিতা ধরার সবিতা
জ্বলে ওঠে অবিরত।


বিশ্বকবি তুমি তোমারে প্রণমি
তুমি যে কবির সেরা,
তোমার গৌরবে গর্বিত সকলে
প্রণাম জানাই মোরা।


প্রণাম তোমায় হে কবি মহান
তুমি যে প্রাণের কবি,
ভালবাসা দিয়ে বেঁধেছো সবারে
তুমি যে প্রভাত রবি।


================


আসে ঐ পঁচিশে বৈশাখ
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আসে ঐ পঁচিশে বৈশাখ
              যেন উত্তপ্ত জ্বলন্ত রবি,
শুভদিনে জন্মেছেন যিনি
              তিনি বাংলার বিশ্বকবি।


আসে ঐ পঁচিশে বৈশাখ
              আজি প্রভাতে রবির কর,
আসে ঐ পঁচিশে বৈশাখ,
              তপ্ত মাটিতে রৌদ্র প্রখর।


এসো হে পঁচিশে বৈশাখ,
             আনো বিশ্বকবি রবীন্দ্রনাথ,
বিশ্বকবি আসুক বাংলায়
             আসুক উজ্জ্বল সুপ্রভাত।


তাই আসে ঐ পঁচিশে বৈশাখ
                জাতির কালিমা মুছে যাক্,
ঈর্ষা ও ভয় দূরে সরে যাক্
           এসো, এসো হে পঁচিশে বৈশাখ।
রচনাকাল : ১০/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 12  Cambodia : 1  Canada : 209  China : 3  Europe : 4  France : 1  Germany : 8  Hungary : 13  Iceland : 1  
India : 1171  Ireland : 7  Japan : 15  Netherlands : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 8  Ukraine : 4  United Kingdom : 3  United States : 535  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 12  Cambodia : 1  Canada : 209  
China : 3  Europe : 4  France : 1  Germany : 8  
Hungary : 13  Iceland : 1  India : 1171  Ireland : 7  
Japan : 15  Netherlands : 1  Romania : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 8  Ukraine : 4  United Kingdom : 3  United States : 535  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিগুরু স্মরণে আমার নিবেদিত শ্রদ্ধার্ঘ একগুচ্ছ কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬৪৮২
  • প্রকাশিত অন্যান্য লেখনী