এসো হে পঁচিশে বৈশাখ এসো হে বিশ্বকবি পুনর্বার
কবিগুরু স্মরণে আমার কবিতা (দ্বিতীয় পর্ব)
কবিতার নাম: কবিগুরু লহ প্রণাম
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
কোলকাতার জোড়াসাঁকো তব পূণ্য জন্মধাম।
বরণীয় তুমি স্মরণীয় তুমি, জগতে সবাকার,
বাংলার কবি, বাঙালী কবি, গর্ব তুমি বাংলার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
কবিতা লিখে জগত্জুড়ে পেয়েছো যে সম্মান।
নোবেল বিজয়ী বিশ্বকবি, তুমি বাংলার কবি,
গগনে চির উদ্ভাসিত তুমি নব প্রভাতের রবি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
বিশ্বজুড়ে গাহিয়াছ তুমি, ভারতের জয়গান।
রাখী উত্সবে বেঁধেছিলে যবে রাখী সবার হাতে,
তব রচিত জাতীয় সঙ্গীত গাহি সবে এক সাথে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ, হে কবিগুরু লহ প্রণাম,
বিশ্ব জুড়ে গাহিয়াছ তুমি, মানবের জয়গান।
রচনাকাল : ৭/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।