এসো হে বৈশাখ .........এসো, আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এসো হে বৈশাখ মাস ধরণীর পরে,
দাও প্রখর উত্তাপ দীপ্ত দিবাকরে।
রবির প্রখর তেজে তপ্ত হোক মাটি,
বৈশাখের দাবদাহে জমি যাক ফাটি।
আসুক বৈশাখী ঝড়, উঠুক তুফান,
সঙ্গীতে ঝঙ্কৃত হোক বৈশাখের গান।
কর্ম-ক্লান্ত তপ্ত দেহে ঘর্ম পড়ে ঝরে,
কাঠফাটা রোদ হাসে অজয়ের চরে।
শীর্ণকায়া মরা নদী হাঁটু জলে তার,
যাত্রীদল বোঝা নিয়ে করে পারাপার।
রাখালের বাঁশি বাজে শুনি তার সুর,
অজয়ের ঘাটে কাঁদে মধ্যাহ্ন দুপুর।
বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
পশ্চিম দিগন্তে হেরি রবি বসে পাটে।
দূরে যাক চৈত্র মাস বসন্তের পরে,
আসুক বৈশাখ মাস দৃপ্ত কলেবরে।
রচনাকাল : ২/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।