মে দিবসের গান (কবির জ্বলন্ত কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী
ঐতিহাসিক মে দিবস-২০২১ মহান বিপ্লব দীর্ঘজীবি হোক!
মেহনতী মানুষের সংগ্রাম চলছে, চলবে।
ইনকিলাব- জিন্দাবাদ
চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন, সঙ্গরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এ বছর মে দিবসের সব আনুষ্ঠানিকতা এবং সম্ভবত বিশ্বের অধিকাংশ স্থানেই বাতিল করা হয়েছে। ফলে এ বছর দেখা যাবে না মে দিবসের বর্ণিল শ্রমিক সমাবেশ আর শোনা যাবে না বজ্রকণ্ঠে ঘোষিত ‘দুনিয়ার মজদুর, এক হও’ ধ্বনি।
কারণ, বৈশ্বিক মহামারি আকারে করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের পটভূমিতে সামাজিক দূরত্ব ও সঙ্গরোধের কঠোর বিচ্ছিন্নতায় সাধারণ মানুষের মতোই শ্রমজীবী, কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের জীবন থমকে গেছে। রোগের ঝুঁকির পাশাপাশি বাড়ছে শ্রমজীবী মানুষের জীবন নির্বাহের বহুমুখী সংকটও। তাদের ঘিরে ধরেছে করোনা পরিস্থিতি-সৃষ্ট নানাবিধ আর্থ-সামাজিক চ্যালেঞ্জ।
বাংলা কবিতা আসরের সকলকে জানাই পবিত্রতম মে দিবসের সংগ্রামী অভিনন্দন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
মে দিবসের গান (কবির জ্বলন্ত কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
জাগোরে শ্রমিক জাগোরে কিষাণ জাগো মেহনতী মানুষের দল,
আর কতকাল ধরে থাকবি তোরা পড়ে, ফেলবি রে আঁখিজল।
......................................জাগো মেহনতী মানুষের দল।
দিনরাত যারা হাতুড়ি চালায় সেই কড়া হাতুড়ির ঘায়ে,
উষর মাটিতে চালায় লাঙল রোদ লাগে যাদের গায়ে।
কল কারখানায় ঘুরিছে যে চাকা চাকাকে ঘুরায় যারা,
টাকা দিয়ে যারা শ্রম কিনে নেয় সেজেছে মালিক তারা।
জাগোরে শ্রমিক জাগোরে কিষাণ জাগো মেহনতী মানুষের দল,
আর কতকাল ধরে থাকবি তোরা পড়ে, ফেলবি রে আঁখিজল।
.......................................জাগো মেহনতী মানুষের দল।
মাঠে মাঠে আজি সবুজ ফসলে দেখি সবুজের বিপ্লব,
করোনা আবহে যুঝিছে মানুষ বসুধায় মৃত্যুর কলরব।
ঘরের কোণে বন্দী সকলেই শ্রমিক মালিক আর চাষী,
করোনা আজিকে বেঁধেছে বাসা দেখো চেয়ে বিশ্ববাসী।
জাগোরে শ্রমিক জাগোরে কিষাণ জাগো মেহনতী মানুষের দল,
আর কতকাল ধরে থাকবি তোরা পড়ে, ফেলবি রে আঁখিজল।
....................................জাগো মেহনতী মানুষের দল।
হাতুড়ির ঘায়ে আর কাস্তের গায়ে জ্বলে উঠুক দাবানল,
কান্না, ঘাম আর রক্তের বদলে দিকে দিকে কোলাহল।
বিদ্রোহী আমি নীরব কবি, ওদের দুঃখে ফাটে যে বুক,
হাতে তুলে নাও রক্ত পতাকা, লালঝাণ্ডা নিশান উড়ুক।
জাগোরে শ্রমিক জাগোরে কিষাণ জাগো মেহনতী মানুষের দল,
আর কতকাল ধরে থাকবি তোরা পড়ে, ফেলবি রে আঁখিজল।
.......................................জাগো মেহনতী মানুষের দল।
রচনাকাল : ১/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।