বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (সমাপ্তি পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কাব্যের জগতে তুমি অমূল্য রতন,
লভিলে অমরালয় ত্যজিয়া জীবন।
নিনাদিত হয় শঙ্খ সে অমরালয়ে,
স্তব্ধ হলো শঙ্খনাদ এই বিশ্বালয়ে।
বাংলার মাঠ ঘাট আর নদী নালা,
পশুপাখি জীবজন্তু মাটি গাছপালা-
কবির বিরহে আজি ঝরে অশ্রুজল,
থামিল পাখির গান আর কোলাহল।
প্রিয়কবি শঙ্খঘোষ আজি আর নাই,
বসুধার আর্তনাদ শুনিবারে পাই।
করোনার বিষবাস্প গ্রাসিল জীবন,
সাহিত্যিক শঙ্খঘোষ মুদিল নয়ন।
আবার আসিও পুনঃ প্রিয় কবিবর,
তব লাগি বসুন্ধরা শোকের সাগর।
রচনাকাল : ২৯/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।