বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নিনাদিত হল শঙ্খ- 1932-এর 5ই ফেব্রুয়ারি,
শুভ জন্মদিনটিকে মোরা কভু কি ভুলতে পারি।
কবির জন্মভূমি জানি চাঁদপুর অবিভক্ত বাংলার,
কবি শঙ্খঘোষ তোমায় প্রণাম জানাই বারবার।
জন্মিলে মরিতে হয় জানে তা তো সর্বজন,
কে আছে অমর অবনীমাঝে নাশিয়া মরণ?
21শে এপ্রিল-2021 কবি মুদিলেন দুনয়ন,
সাহিত্যের ভাগ্যাকাশে হলো নক্ষত্র পতন।
থেমে গেল শঙ্খনাদ, ভাসে বিষাদের সুর,
কবির অধিষ্ঠান আজি জানি উর্দ্ধ সুরপুর।
যেখানেই থাকো কবি সেতো অমরালোক,
জন্ম-মৃত্যু নাহি সেথা অথবা দুঃখ-শোক।
নাহি নিনাদিল শঙ্খ, কবি নিলেন বিদায়,
ফিরিয়া আসিও কবি পুনঃ এই বাংলায়।
রচনাকাল : ২৮/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।