এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ এলো আজি কাননে কুসুম রাজি
প্রস্ফুটিত সব পুষ্পকলি,
পূবেতে অরুণ হাসে বাতাসে সৌরভ ভাসে
ছুটে আসে পুঞ্জেপুঞ্জে অলি।
নববর্ষ এলো ভাই প্রাণ হরষিত তাই
প্রভাত পাখিরা ডাকে শাখে,
দূরেতে আম্রকানন, শাল পিয়ালের বন,
অজয় নদীর চর বাঁকে।
রাঙাপথে সারি সারি খেজুর তাল সুপারি
পাখি সব করে কোলাহল,
নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
স্বচ্ছ সুশীতল তার জল।
আজি শুভ নববর্ষে সারাদিন কাটে হর্ষে
সবে পরে নতুন পোশাক,
পুরাতন বর্ষ পরে বর্ষ আগমন করে
আসে প্রথম মাস বৈশাখ।
চৈত্র সংক্রান্তি পরে আনন্দ সবার ঘরে
করে সবাই বর্ষবরণ,
পূর্ণ হোক নব আশা প্রীতি আর ভালবাসা
সকলেই করিও গ্রহণ।
রচনাকাল : ২৬/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।