এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বর্ষ শেষে প্রতিবর্ষে নববর্ষ কাটে হর্ষে
নব রবি ছড়ায় কিরণ,
গাঁয়ের পথের বাঁকে ডাকে পাখি তরুশাখে
হেরি নব মধুর মিলন।
আঙিনায় বেড়া কাছে গাছেতে মৌচাক আছে
মৌচাকেতে আছে ভরা মধু,
আসে রাঙাপথ ধরে লাল পাড় শাড়ি পরে
জল নিতে আসে যত বধূ।
ফুল ফুটে বাগিচায় গুন গুন গান গায়
মধুকর আসে দলে দলে,
কাজলা দিঘির জল রোদে করে ঝলমল
পানকৌড়ি ডুব দেয় জলে।
অজয়ের নদীঘাট বসেছে তথায় হাট
ক্রেতা আর বিক্রেতার ভিড়,
হাট বসে নদীপারে সবে বেচাকেনা সারে
কোলাহলে ভরে নদীতীর।
নববর্ষে হেরি ছবি কিরণ ছড়ায় রবি
সূর্য যবে ঢলে অস্তাচলে,
অজয়ের নদীচরে রঙিন আলোক ঝরে
লাল রং হাসে নদীজলে।
রচনাকাল : ২৫/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।