এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ আসে ভবে নব দৃপ্ত কলরবে
নব রবি ছড়ায় কিরণ,
কাননে কুসুম ফুটে অলিগণ আসে ছুটে
মন্দগতি বহে সমীরণ।
প্রভাত সময় হলে পাখিদের কোলাহলে
শুনি যেন নতুন আহ্বান,
রাঙাপথে গরুগাড়ি নদীঘাটে দেয় পাড়ি
অজয়ের শুনি কলতান।
নববর্ষে রং লাগে হৃদয়ে পুলক জাগে
বর্ষশেষে নববর্ষ আসে,
শঙ্খচিল উড়ে যায় দূর আকাশের গায়
আবীর ছড়ানো নীলাকাশে।
নববর্ষে কি পেলাম? পেয়ে সব হারালাম
কবি শঙ্খ ঘোষ আর নাই
স্তব্ধ হলো শঙ্খনাদ, বসুধার আর্তনাদ
ক্ষণে ক্ষণে শুনিবারে পাই।
অজয়ের জলধারা বহিছে পাগলপারা
পাখিদের গান নাহি থামে,
অসহায় মৃত্যু হেথা আনে শোকের বারতা
কান্না অশ্রু রক্ত আর ঘামে।
রচনাকাল : ২১/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।