এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বর্ষে বর্ষে নববর্ষ আসে যায় করি হর্ষ
কত খুশি আর কত গান,
পুরাতন বর্ষ যায় শুধু স্মৃতির পাতায়
রেখে যায় ব্যথা অভিমান।
নবীন সূর্যের আলো ঘুচায় মনের কালো
নব বর্ষে নতুন সকাল,
তরুশাখে পাখি ডাকে রাঙাপথে নদীবাঁকে
ডাঙায় চরে গরুর পাল।
আজি শুভ নববর্ষে সবার স্নেহ পরশে
দিন লাগে কত সুমধুর,
নতুন পোশাক পরে শিশুসব নৃত্য করে
বাজে দূরে মাইকের সুর।
নতুন সকাল হয় শীতল বাতাস বয়
আঙিনায় সোনারোদ ঝরে,
অজয়ের নদীবাঁকে রাঙাপথে তরুশাখে
পাখি সব কোলাহল করে।
জাগে মনে নব আশা নববর্ষের প্রত্যাশা
প্রীতি শুভেচ্ছার সাথে,
নববর্ষে রং লাগে হৃদয়ে পুলক জাগে
বর্ষবরণে সবাই মাতে।
রচনাকাল : ২০/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।