এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ বর্ষশেষে আসিল নবীন বেশে
ভুবন ভরিল হাসি গানে,
হৃদয়ে পুলক জাগে পৃথিবী নতুন লাগে
দোলা দেয় মনে আর প্রাণে।
নতুন বছর আসে নতুন সুগন্ধ ভাসে
নতুন আলোয় ঝলমল,
রাঙাপথে তরুশাখে পাখি কিচিমিচি ডাকে
শুনি পাখিদের কোলাহল।
নতুন পোশাক পরে বর্ষরে বরণ করে
কিশোরীরা নব নব সাজে,
কিশোররা একসাথে আনন্দ উত্সবে মাতে
নববর্ষ আসে ধরা মাঝে।
নতুন প্রভাত জাগে নতুনের রং লাগে
ফুলবনে ফুটে ফুলকলি,
নতুন সকাল আসে ফুলের সৌরভ ভাসে
ধেয়ে আসে পুঞ্জেপুঞ্জে অলি।
নববর্ষ নবসাজে বিরাজে ধরণীমাঝে
অজয়ের ধারা ছুটে চলে,
বর্ষে বর্ষে ধরাতলে নববর্ষ কোলাহলে
হাসি গানে কত কথা বলে।
রচনাকাল : ১৯/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।