আবার এল ফিরে মহামারী করোনা। সবাই মিলে তার বিরুদ্ধে প্রাণপণ লড়না। থাকতে হবে সবাইকে এখন খুবই সাবধানে সাবান দিয়ে ধুয়ে নাও হাত ক্ষণিকের ব্যবধানে। নিয়ম মেনে চলে রোগকে হারিয়ে নাও তোমরা কৃতিত্ব, প্রয়োজনে বাইরে বের হলে মেনে চল সামাজিক দূরত্ব। বাড়ি থেকে বের হলেই পরে ফেল মাস্ক, এটাই এখন সবচেয়ে জরুরী টাস্ক।রচনাকাল : ১৬/৪/২০২১