কবিতাঃ চৌদ্দআঠাশের পরোয়ানা
কবিঃ সন্তু প্রামাণিক
আবার একটি নতুন বছর,
নতুন পোশাক পড়া-
চৌদ্দসাতাশ ঠিক পেরিয়ে,
শব্দ নতুন গড়া।
হাসুক আজি দুঃখ ভুলে,
হাসুক ষোলোআনা-
চৌদ্দআঠাশ দ্বার নেড়েছে,
নতুন পরোয়ানা।
সদ্য ফুটুক ভাবের কুঁড়ি,
সদ্ভাবেতেই মোড়া-
আসুক যতই শয়তানেরা,
আমরা সবাই জোড়া।
বৃদ্ধ দাদুর হাত ধরো হে,
ছোট্ট ছোঁড়ার দল-
বুড়ি দিদার আঁচল তলেই-
মিলবে সুখের পল।
নতুন আজ মিশুক তবে,
পুরাতনের সাথে-
শিখবে তবেই মূল্যবোধ-
আর মনুষ্যত্ব তাতে।
টেকনোলজি আর আদিমপনা-
দুটোই প্রয়োজন-
বৃদ্ধদেবে মূল্যবোধ আর-
তোমরা সমাধান।
এসো সবাই হাত মিলিয়ে,
ধরি নতুন গান-
বাঙালি হয়ে বাঙলা মায়ের-
রাখবো মোরা মান।
তাইতো বলি নতুন দিনে-
শপথ করি এসো-
নতুন সনের পরোয়ানায়-
সবাই ভালোবাসো।
************
রচনাকাল : ১৫/৪/২০২১
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।