আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পরিচ্ছেদ)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ছায়া ঘেরা গ্রামখানি অজয়ের কাছে,
পাখি সব গান গায় রাঙাপথে গাছে।
ছোট আমাদের গ্রাম শোভা মনোহর,
মাটির পাঁচিলে ঘেরা ছোট বাড়িঘর।
গাঁয়ে আছে পদ্মদিঘি কালো তার জল,
মরাল মরালী সেথা করে কোলাহল।
কভু আসে পানকৌড়ি ডুব দিয়ে যায়,
রাখাল বাজায় বাঁশি তরুর ছায়ায়।
অজয় নদীর চরে বেলা পড়ে আসে,
পড়ন্ত বিকেলে সেথা সোনা রোদ হাসে।
সূর্য যায় অস্তাচলে দিবা অবসানে,
লোহিত বরণ হেরি পশ্চিমের পানে।
সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়ে,
মন্দিরে কাঁসর বাজে রথতলা বাঁয়ে।
রচনাকাল : ১৩/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।