আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (প্রথম পরিচ্ছেদ)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমকাঁঠালের ছায়ে ছোট মোর গ্রাম,
অদূরে অজয় নদী বহে অবিশ্রাম।
রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট,
পাশে তার সরোবর, চাঁপাডাঙা মাঠ।
রাঙামাটি পথ দিয়ে গরুগাড়ি চলে,
সোনার কমল ফুটে পদ্মদিঘি জলে।
কমল কাননে ধেয়ে আসে মধুকর,
ফুলে ফুলে দলেদলে ভ্রমিছে ভ্রমর।
ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
তরুশাখে বসে পাখি করে কলতান।
দূর হতে শুনি সুর, দোয়েলের গান,
আমাদের ছোট গ্রাম মায়ের সমান।
গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ১০/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।