সভ্য মানুষের অসভ্য কীর্তি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শিব প্রসাদ হালদার
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , মার্চ
প্রকাশিত ১০ টি লেখনী ১৮ টি দেশ ব্যাপী ১৬৮৪ জন পড়েছেন।
চুপি চুপি তিন মাথার আঁতাতে ওরা যেন আজ ডগমগ
ফোনে ফোনে সখ্যতায় সঁপেছে নিজ নিজ মন 
যেন এক অটুট বন্ধনে 
সেদিনের শত্রু আজ হয়েছে মিত্র। 
ব্যক্তি স্তুতিতে চালিয়েছে নুতন চাল 
বাহ! কি চমৎকার কারসাজি--!! 
তারিফ করি ত্রিমাথার ত্রিশক্তিকে! 
আজ হয়তো ভুলে গেছে 
ফেলে আসা দিনগুলির সেই কথাগুলি-- 
যেগুলি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে 
চলেছিল চালাচালি,
মোবাইল স্টোরে সে সব আজও করছে জ্বলজ্বল 
যা আর অস্বীকার করার নয়। 
আজ বিবর্তনের মাঝে ওদের কীর্তি দেখে 
সেই সব বার্তাও যেন লজ্জায় মুখ লুকায়। 
আমি বলি- "একটু সবুর করো- 
ওদের মুখোশের উন্মোচনে তার সবটাই হবে প্রকাশ
শুধু সময়ের অপেক্ষা----।" 
সত্যতার উন্মোচনে সেদিন কি দেবে জবাব? 
পদে থেকে ওদের আস্ফালনের আত্মতুষ্টি 
ক্ষনিকেই হবে ম্লান।
ক্ষোভ আর ঈর্ষার বশে  
মিথ্যার দোলাচলে দুলে দুলে করেছে যে আঁতাত, 
তার সবটাই হবে ছিন্ন। 
হবে তখন শুধু উচ্চারিত 
"যাহা সত্য তাহা চিরকালই সত্য--"
সত্যকে চেপে রাখার আস্ফালিত স্পর্ধা 
সেদিন হবেই সব লুপ্ত----!!
রচনাকাল : ১০/৪/২০২১
© কিশলয় এবং শিব প্রসাদ হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  Europe : 2  France : 1  Germany : 1  India : 57  Romania : 2  Russian Federat : 2  Turkey : 1  Ukraine : 3  
United Kingdom : 2  United States : 89  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  Europe : 2  France : 1  
Germany : 1  India : 57  Romania : 2  Russian Federat : 2  
Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 2  United States : 89  
© কিশলয় এবং শিব প্রসাদ হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সভ্য মানুষের অসভ্য কীর্তি by Shibaprasad Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮৯৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী