বেষ্টু
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : তনুশ্রী দে পাল
দেশ : India , শহর : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , এপ্রিল
প্রকাশিত ১৭ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ১১১৩৩ জন পড়েছেন।
কিরে কেমন আছিস?     - ভালোই আছি। তুই?
আমিও তাই। কোথায় থাকিস?     - এই শহরে ।
মোটা হয়ে গেছিস।    - সবাই বলে ।
তারপর বর কি করে?     - সরকারি চাকুরি। তোর?
আমারও তাই। ছেলে মেয়ে কটি ?    - একটা ছেলে। তোর?
একটা ছেলে একটা মেয়ে। চল একদিন কোথাও আড্ডা দিই    - অসুবিধা আছে ।
কিসের অসুবিধা?    - শাশুড়ি মা আছেন ।
তো কি হয়েছে ?     - অনুমতি দেবেন না ।
বর কেমন?     - স্বামী কম বাবা বেশি । তোর?
সেকি? আমার বর তো স্বামী কম বন্ধু বেশি।     - তুই ভাগ্যবতী ।
আগের মতো তুই কি এখনো হাসিস ?     - ভুলেই গেছি ।
দেখছি তোকে মানুষ করতে হবে ।       - একটু করেই দে ।
ছোঁবল মার না মার ফোঁস তো করবি ।      - কি লাভ? তোকে দেখছি আগের মতই আছিস ।
হ্যাঁ আমি প্রতিবাদী আছি । তুই কেন পাল্টে গেলি?      - পাল্টে যাইনি ,বাধ্য হয়েছি ।
কি লাভ হল তোর ?    - সবার কাছে ভালো হয়েছি ।
হাসালি তুই, প্রতিবাদ করতে শেখ।      - ভয় হয়।
কিসের ভয়? আমি আছি তোর পাশে।     - চেষ্টা করব।


কিরে আজ কি হলো?     - প্রতিবাদ করেছি।
কেউ কিছু বললো?    - নারে সবাই চুপ।
মানুষ করতে পারলাম তাহলে।     - হ্যাঁরে, চুপ করে সব মেনে এতদিন আমি ভুল করেছি।
নিজের অধিকার নিজেই আদায় করবি।     - এখন সেটাই দেখছি ।
এবার চল একদিন আড্ডা দিই?     - চল তাই হবে, তুই আমাকে বাঁচতে শিখালি।
সে সব কিছু না, আমি আমার আগের 'বেষ্টু'কে ফিরে পেতে চেয়েছি।     - হ্যাঁ আমি সেই আগের 'বেষ্টু'ই আছি ।
রচনাকাল : ১০/৪/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 5  Europe : 1  France : 1  Germany : 3  Hungary : 2  India : 105  Ireland : 12  Romania : 3  Russian Federat : 2  
Saudi Arabia : 8  Sweden : 1  Ukraine : 3  United Kingdom : 2  United States : 132  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 5  Europe : 1  France : 1  
Germany : 3  Hungary : 2  India : 105  Ireland : 12  
Romania : 3  Russian Federat : 2  Saudi Arabia : 8  Sweden : 1  
Ukraine : 3  United Kingdom : 2  United States : 132  
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বেষ্টু by Tanusri Dey Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮২৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী