শিমুল গাছ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তনুশ্রী দে পাল
দেশ : India , শহর : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , এপ্রিল
প্রকাশিত ১৭ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৯৪৯১ জন পড়েছেন।
শিমুল গাছ , শিমুল গাছ
তোমার ফুল টি খুব সুন্দর ।
তোমার ফুল আমাদের ছোটবেলার সঙ্গী ।
ফুল নিয়ে করতাম আমরা কতরকম ভঙ্গি ।

শিমুল গাছ , শিমুল গাছ
তোমার ফুলের রঙটি রক্ত বর্ণ ,
তাই তো আমরা  ফুলের পাপড়ি 
মুখে দিয়ে করতাম মা কালীর জিহ্বার বর্ণ ।

শিমুল গাছ  , শিমুল গাছ 
তোমার  কাঁটা ভরা দেহ ,
তাই তো তোমার ছুঁতে পারে না কেহ ।

শিমুল গাছ  , শিমুল গাছ
ফাগুন মাসে তোমার পাতা ঝরা ।
তখন তোমার গাছ ফুলে ফুলে ভরা ।

শিমুল গাছ ,শিমুল গাছ
সবাই ভাবে তোমার নাইকো কোনো গুন ,
তোমার ফুল পায় না দেবতার পায়ে স্থান ,
তাই তো তোমার মন ভরাক্রান্ত প্রাণ।

শিমুল গাছ , শিমুল গাছ
ফলটি তোমার তুলো ভরা।
ওই তুলোর বালিশ বড়লোকদের ঘরে ভর্তি করা।

শিমুল গাছ, শিমুল গাছ
তুমি ভেষজে পরিপূর্ণ।
তাই তুমি মনকে
কোনদিন করো না ক্ষুন্ন।
রচনাকাল : ১০/৪/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 7  France : 1  Germany : 2  India : 57  Ireland : 2  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 5  Sweden : 1  
Ukraine : 3  United States : 98  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 7  France : 1  Germany : 2  
India : 57  Ireland : 2  Romania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 5  Sweden : 1  Ukraine : 3  United States : 98  
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিমুল গাছ by Tanusri Dey Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৬২২৯৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী