অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নদীতট সুশীতল অজয়ের চরে,
প্রভাত সময়কালে সোনারোদ ঝরে।
প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।
অজয়ের দুইপারে ছোট বড় গ্রাম,
মাঝখানে বয় নদী সদা অবিশ্রাম।
নদীবাঁকে দুইধারে পলাশ শিমূল,
কোথাও বা বটগাছ আছে কাঁটাকুল।
নদী ধারে দুই পাশে বন ধুতুরা,
জল নিতে আসে ঘাটে গাঁয়ের বধূরা।
নদীতে পাড়ার ছেলে সবে করে স্নান,
ক্রমে ক্রমে হয়ে আসে দিবা অবসান।
কুলু কুলু নদীজল বহে অবিরাম,
অজয়ের কলতানে মেতে উঠে গ্রাম।
রচনাকাল : ৯/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।