- আলীমুশ্বান সাইমুন
আমি, তুমি, সে, ওরা, আমরা সবাই
দুঃসময়ের তরবারি পড়েছে মাথায়,
প্রতিদিন হয় হবে দিব শুনে
চুল ঝরছে আয় কমছে প্রহর গুনতে গুনতে।
ক্লান্ত শরীর, ডিজিটাল দেশ, জয়নুলের তুলি
সড়কের ছবি, রঙ্গিন মৃত্যু, প্রেম চোখের ধূলি,
জনগন জনগনের দাবি বৃষ্টিতে ভেসে যায়
শহীদ মিনারে মানববন্ধন
কার কি তাতে আসে যায়।
অনেকে দিয়েছে রক্ত অনেকে তুলেছে ঘাট
গরিবের কাধেঁ পা তুলে ডাকে কল্যানের ডাক,
চিটারি বাটপারি করিতে যে পারিবে
তাকেই জাতি জানায় সুভেচ্ছা বাদ।
কেমন এ মোরা বাঙ্গালী?
চোখের সামনে মিথ্যা দেখেও
বাহ বাহ বলে চিৎকার করি,
কালো টাকার পাহাড় হাসতে হাসতে সাদা করি।
এই যে মোরাই বাঙ্গালি
ক্লান্ত গরিবের পরিশ্রম দিয়ে অন্যায়ের ইমারত গড়ি,
জনসমক্ষে হাসি আর
অন্তর কুৎসিত চেহারার প্রতিচ্ছবি।
স্বাধীনতার এতোটা বছর পরও !
কি বদলালি ?
ভেবে দেখ বাঙ্গালি আজও কি মানুষ হতে পারলি
নর পশুদের ঘিরে আজও বাঙ্গালি এক নির্বোধ জাতি ।
রচনাকাল : ৮/৪/২০২১
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।