সবুজ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তনুশ্রী দে পাল
দেশ : India , শহর : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , এপ্রিল
প্রকাশিত ১৭ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ১০৩৪৬ জন পড়েছেন।
আমাদের এইভাবে শেষ করে দিও না ।
এইভাবে আমাদের আগুন লাগিয়ে
বিলুপ্ত করে দিও না।
আমরা বাঁচতে চাই ।
এই সময় আমরা আবার নতুন করে বাঁচি ।
আমরা আবার আস্তে আস্তে সবুজ হয়ে উঠি ।
আমরা তো তোমাদের কোন ক্ষতি করিনি ।
তাহলে কেন আমাদের শেষ করে দিতে চাইছো?
আমরা তোমাদের ফল দিই , ফুল দিই ,
অক্সিজেন দিই , বৃষ্টি হতে সাহায্য করি ।
আমরা তোমাদের ছায়া প্রদান করি ,  
আরো কত কি।
আমাদের শাখা-প্রশাখায় কত পাখি,
কত কীটপতঙ্গের বাস ।
আমাদের সাথে সাথে তাদেরও তোমরা হত্যা করো ।
আমাদের জন্মই তোমাদের সাহায্য করার জন্য ।
তার বিনিময়ে আমরা তো তোমাদের কাছে কিছুই চাইনি ।
তাহলে কেন আগুন লাগিয়ে শেষ করে দিতে চাইছ?
কখনো বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে,
কখনো ভালুক ডাংরি  পাহাড়ে,
কখনো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ।
আগুন লাগিয়ে কি লাভ হচ্ছে তোমাদের ?
তোমরা এত হিংস্র হয়ে উঠছো কেন?
তাহলে "বৃক্ষরোপণ দিবস" ‌ পালন করা হয়
কি শুধু সোশ্যাল মিডিয়ায় লাইক আর কমেন্ট পাওয়ার জন্য ?
একটা কথা মনে রেখো,
যেদিন আমরাও বিলুপ্ত হব ,
সেদিন তোমাদেরও বেঁচে ওঠার দুর্বিষহ হয়ে উঠবে ।
প্রকৃতির সাথে লড়াইয়ে মানুষ কোনদিন পারেনি পারবেও না ।
তাই বলছি গাছ লাগাও প্রাণ বাঁচাও ।
রচনাকাল : ৮/৪/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  France : 2  Germany : 3  India : 112  Ireland : 9  Romania : 2  Russian Federat : 6  Saudi Arabia : 3  Ukraine : 4  
United States : 81  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  France : 2  Germany : 3  
India : 112  Ireland : 9  Romania : 2  Russian Federat : 6  
Saudi Arabia : 3  Ukraine : 4  United States : 81  
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সবুজ by Tanusri Dey Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৪৩৮২
  • প্রকাশিত অন্যান্য লেখনী