অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীঘাটে লোকজন মেলা,
গাছে গাছে পাখি গায় প্রভাতের বেলা।
অজয়ের নদীজল কুলু কুলু বয়,
বোঝা নিয়ে যাত্রীদল নদী পার হয়।
অজয়ের দুই পারে ছোট ছোট গ্রাম,
সুশীতল জলধারা বহে অবিরাম,
অজয়ের নদীবাঁকে শালবন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
রাঙাপথ এসে মিশে অজয়ের ঘাটে,
লুকায় অরুণ রবি চাঁপাতলা মাঠে।
অজয়ের নদীতটে নামিল আঁধার,
নদীচরে জোনাকিরা জ্বলে চারিধার।
রাত কাটে ভোর হয় অজয়ের চরে,
যাত্রীদের কোলাহলে ঘাট উঠে ভরে।
রচনাকাল : ৬/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।