অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদী ঘাট গ্রাম সীমানায়,
রাঙাপথে তরুশাখে পাখি গীত গায়।
গ্রাম হতে বধূসব জল নিতে আসে,
সকালের সোনারোদ নদীচরে হাসে।
প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।
সারি সারি গরুগাড়ি রাঙাপথ ধরে,
একেএকে সবগাড়ি থামে নদীচরে।
বালুচরে বসে এসে ধবল বলাকা,
উড়ে যায় শঙ্খচিল মিলে দুই পাখা।
শালিকের দল এসে নিত্য করে খেলা,
অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা।
সোনালি কিরণ ঝরে অজয়ের ঘাটে,
দিবা অবসানে হেরি সূর্য বসে পাটে।
রচনাকাল : ৪/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।