মেয়ে তুমি ডুবছ রাতে দুষ্ট ছেলের দলে,
ঢেউ এর স্রোতে যাচ্ছ ভেসে যৌবনের কবলে।
বাবা তুমি খোঁজ নেওনি ছেলে মেয়ে কী তার,
নদী পেরিয়ে সাগরেতে কাটছে দুজন সাঁতার।
বাবা তুমি খোঁজ রাখোনি দিলে স্বাধীনতা,
কিছু দিনে শুনতে হবে ইজ্জত কূলের কথা।
তোমার ছেলের করতে দিছো পড়াশোনার ভার,
এসব কিছু গেছে ভুলে প্রেমে উত্তাল তার।
ডুব সাঁতারে চিৎ সাঁতারে সাঁতার কাটে জলে,
সেই সাঁতারটি প্রেমের সাঁতার মনের গহীন তলে।
ছেলের এখন অল্প বয়স কে দেবে তার বিয়া?
তাইলে কেনে সাঁতার কাটে মিথ্যে বায়না নিয়া।
মেসেঞ্জারে বন্ধু থেকে প্রেমিক হচ্ছে তার,
ধীরে ধীরে গোপনেয় হয় কাম উত্তেজনার।
দুজন মিলে শপথ করে থাকবে দুজনার,
বাস্তবতা বুঝে গেলে শেষ মিলেনা কথার।
না হয়েছে বিয়ের বয়স না আছে তার কামাই,
কেমনে হবে মিথ্যা নিয়ে শশুর বাড়ির জামাই।
তারপরেতে ব্রেকাপ করে নষ্ট মেয়ের মন,
দুঃখজনক করে পোস্ট ফেসবুকে তখন।
কেউ বলেছে বিশ্বাস হারা কেউ বলেছে ভুল,
এইভাবেতে ছেলে মেয়ে নষ্টের গোড়া মূল।
বাবা তুমি খোঁজ রাখোনি কে ভুলতেছে সাঁতার,
আসবে সাঁতার পাল্লা দেওয়ার কূল কিনারা পাবার।
তাই দরকার সুস্থ জাতি সুস্থ ছাত্র-ছাত্রী,
সুন্দর সমাজ পেতে হলে চাইতো ভালো যাত্রী।
রচনাকাল : ৩/৪/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।