এক স্লাইস পাউরুটির মতো
মেঘনাদ দত্ত
চলেছে দল বদলের লীলা
না, না, এ কোন কীর্তন নয়,
একুশের নির্বাচন লীলা।
শ্যাম গেছে রামের দলে
মধুও গেছে পদ্মকাননে,
খাঁ সাহেবের বউ ডিভোর্স দেবে না বলেছে।
দশ-বছরেও হয়নি শাসকের গঠন করা সরকার
নির্বাচনের বাজি দুয়ারে সরকার।
বেকার চাকরিপ্রার্থী ফুটপাতে ধর্নায়।
বঙ্গের দিদি বলেন বাংলার দুঃখকে
আরে বাবা, দামোদরকে।
'তুমি সেজেছো রবীন্দ্রনাথ'।
খোকা রবীন্দ্রনাথ লিখেই চলেন 'মনের কথা',
থোড়াই কেয়ার করেন, চাষীদের কোদাল-কাস্তের কথা।
রয়েছে তাদের ঘর্মাক্ত দেহ
দুই ডিগ্রী ঠান্ডায় দিল্লির রাস্তায়।
আরে দাদা, কি যে বলেন
দুইদিন পর আসছে ভ্যাকসিন।
শরীরের বাউন্ডারিতে পড়লে ভ্যাকসিন
বাকস্বাধীনতা হয়ে যাবে মলিন
দিদি দেখিয়েছেন লন্ডন আমাদের
আমরা হয়তো দেখব এরপর --
'আচ্ছে ভারত গাঁথা'।
'জাগরী'-র বিলু আজ অবাক বিস্ময়ে
দেখছে এক ফালি নীলাকাশ,
'লোহার গরাদের মধ্য দিয়ে --
লোহার তারের টোস্টারের মধ্যে এক স্লাইস পাউরুটির মতো'।
রচনাকাল : ৩১/৩/২০২১
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।