বসন্ত উত্সবে মেতেছে ধরা .....খুশির রঙে
সেজেছে প্রকৃতি.....হোলির গীতিকবিতা
(চতুর্থ পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
রং খেলবো না দেবো না আবীর
করেছি ভীষণ পন,
সারা বিশ্বজুড়ে করোনা ত্রাসিছে
হতে পারে সংক্রমণ।
একে অপরের দূরে থাকো যদি
দুরত্ব বজায় রাখো,
পথে বের হলে থেকো সাবধানে
মাস্ক দিয়ে মুখ ঢাকো।
বন্ধ হোক আজি হোলি রং খেলা
কি হবে আবীর মেখে?
খুশির আনন্দে মাতো কেন সবে
মুখ রাখো মাস্কে ঢেকে।
চাইনিজ যত খেলনা প্রোডাক্ট
রং আর পিচকারী,
করোনার বিষ ভরা আছে তাতে
দারুণ সে অত্যাচারী।
রং খেলবো না মাখবো না কেউ
আজ সারাদিন ধরে,
বন্ধ করো আজি হোলি খেলা সব
এই বসুন্ধরা পরে।
রচনাকাল : ৩০/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।