বসন্ত উত্সবে মেতেছে ধরা .....খুশির রঙে
সেজেছে প্রকৃতি.....হোলির গীতিকবিতা
(দ্বিতীয় পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
খুশির আলোয় ভরেছে ভুবন
বসন্তের আগমন,
আবীরের রঙে রাঙাবো তোমায়
তোমার হৃদয় মন।
দোল পূর্ণিমার দিবসে আজিকে
কিরণ ছড়ায় রবি,
আবীরের রঙে ছেয়েছে গগন
দেখি যে রঙিন ছবি।
আজকে সবাই খুশির লগনে
আসে পিচকারি হাতে,
আবীরের রঙে রঙ খেলে সবে
একে অপরের সাথে।
আজিকে যখন খুশির লগনে
সবাই আবীর খেলে,
ছেলে আর বুড়ো সকলেই খুশি
রঙ পিচকারি পেলে।
আবীর ছড়ানো বঙ্গভূমি আজি
মধুর শ্রী বৃন্দাবন,
যেথায় কিশোর কিশোরীর সাথে
রঙ খেলে সর্বক্ষণ।
এসো এসো সাথী তুমি মম প্রিয়
আজিকে খুশির দিনে,
আবীরের রঙে রাঙানো হৃদয়ে
রঙ লাগে দেহে মনে।
রচনাকাল : ২৮/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।