বসন্ত উত্সবে মেতেছে ধরা .....খুশির রঙে
সেজেছে প্রকৃতি.....হোলির গীতিকবিতা
(প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
খুশির আলোয় ভরেছে ভুবন
বসন্তের আগমন,
আবীরের রঙে রাঙাবো তোমায়
তোমার হৃদয় মন।
পলাশ শিমূল ফুল ফুটে রাশি
সেজেছে প্রকৃতি আজি,
তরুর শাখায় হেরি শোভা পায়
নব কিশলয় রাজি।
কুসুম কাননে মধু আহরণে
অলিদল আসে ধেয়ে,
কাঁখেতে কলসী জল নিতে আসে
আমার গাঁয়ের মেয়ে।
খুশির আলোয় মেতেছে অবনী
সোনারোদ নদীচরে,
পাড়ার ছেলেরা হয়ে আত্মহারা
রং নিয়ে খেলা করে।
আবীরের রঙে রাঙিল গগন
রং লাগে দেহে মনে,
কোকিলেরা তাই খুশি মনে গায়
বসন্তের আগমনে।
রচনাকাল : ২৭/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।