গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটির ঘরে শান্তিতে বাস করে
কামার কুমোর জেলে তাঁতি,
একসাথে করে বাস সুখে থাকে বারমাস
সকলেই মোর প্রিয় সাথী।
মাটির পাঁচিলে ঘেরা বাইরে বাঁশের বেড়া
গোবরে নিকানো আঙিনায়,
পূব দিকে রবি উঠে ফুলবনে ফুল ফুটে
তরুশাখে পাখি গীত গায়।
রাঙামাটি পথ দিয়ে বধূরা কলসী নিয়ে
নদী থেকে নিয়ে আসে জল,
ছেলেরা নদীর ঘাটে আনন্দে সাঁতার কাটে
অজয়ের জল সুশীতল।
বেলা যেই আসে পড়ে সোনালী আলোক ঝরে
পশ্চিমেতে সূর্য অস্ত যায়,
মন্দিরে আরতি হয় ক্ষণ পরে চন্দ্রোদয়
চারিদিক হাসে জোছনায়।
অজয় তটিনী বয় রাত কাটে ভোর হয়
জেগে ওঠে মোর এই গ্রাম,
আমার গাঁয়ের মাটি সোনা সম হয় খাঁটি
এই গ্রাম সুখ স্বর্গ-ধাম।
রচনাকাল : ২৫/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।