এতটুকু তুই ,এসেছিলি এক পুণ্য তিথিতে ,
গোটা বাড়ি ব্যস্ত ছিল শাঁখ আর উলুধ্বনি তে ।
রঙ ছড়িয়ে রমণীরা মন্দির দ্বারে ডালা হাতে
শুভ কামনায় মেতেছিল তোর অজান্তে !
নতুন অতিথি , কে জানত তোর মতি গতি ?
এতো এতো জিনিসে ঘর ভারালি তুচ্ছ থেকে দামী ,
সব তো আছে তেমন পরে ,তুই আখন কই
ছোট্ট থালা , ছোট্ট বাটি ,ছোট্ট পায়ের ছাপ ,
ধুলা মাখা থালা বাটি আর দুধের কাপ ।
আধো বোলে র আধো স্বরে অস্ফুট সব ডাক
তবু কেনো কানে বাজে এ নিশির ডাক !
আদরে ভরা আদরে গড়া তবু গেল না তোকে ধরা !
আর কি চাইবি না ফিরে মায়ের কোলের পরশ
সে যে ভেবে মরে একি তোর আক্রোশ !
অশ্রু জলে ভিজালি তার আজন্ম র কোল
কোথায় পাবে আদর মাখা তোর আধো বোল !
এলি যখন কেনো গেলি তোর রাজত্ব ফেলি ,
আয়না সোনা আয়না ফিরে আধ ফোঁটা মোর কলি !
রচনাকাল : ২২/৩/২০২১
© কিশলয় এবং ইলা কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।