চা দোকানে কিঞ্চিৎ জমায়েতে পলাশবাবু বাইশের কথা বলছেন- কৈশর থেকেই প্রেম ধরেছিল তাদের মনে; বাঁকাতে পারেনি তাদের কেউ। স্কুল থেকে কলেজ পেরিয়ে স্বনিযুক্তি কাজে যুক্ত ছিল দুজনেই। বসন্তের এক দিনে মণি বলেছিল- "হলুদ আমার খুব প্রিয় জানো"। আজ একা জীবন কাটান পলাশবাবু। কিন্তু পঞ্চান্নতে এসেও পলাশবাবু আজও রঙের দোকানে গিয়ে বলে- "দাদা, হলুদ রংটা হবে কি"?রচনাকাল : ২২/৩/২০২১
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস। তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি। তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।