গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ের মাটি সোনা সম হয় খাঁটি
গাঁ আমার স্বর্গের সমান,
গাঁয়ের মাটির মায়া সুশীতল তরুছায়া
তরুশাখে পাখি গায় গান।
গাঁয়ে আছে ছোট ঘর চালেতে বিছানো খড়
মাটির পাঁচিল দিয়ে ঘেরা,
মাটিতে নিকানো ঘর দেখে লাগে কি সুন্দর
সামনে রয়েছে এক বেড়া।
গাঁয়ে আছে ছোট দিঘি করে জল ঝিকিমিকি
পাড়ে তার আছে তালগাছ,
গাঁয়ে রাঙাপথ দিয়ে জেলে আসে জাল নিয়ে
জাল ফেলে ধরে রুইমাছ।
গ্রাম সীমানার কাছে ছোট এক নদী আছে
নাম তার তটিনী অজয়,
বৈশাখেতে হাঁটুজল তটে জন কোলাহল
বর্ষাতে ভরা জোয়ার হয়।
গাঁয়ে আছে ছোট মাঠ অজয় নদীর ঘাট
সন্ধ্যায় মন্দিরে ঘণ্টা বাজে,
গাঁ আমার জন্মভূমি পাবে না কোথাও তুমি
এমন গ্রামটি বিশ্ব মাঝে।
রচনাকাল : ২১/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।