শিরোনাম : অন্বেষণ
কলমে✍️ : হিরণ্ময় দত্ত
১৮/০৩/২০২১
পথে ঘাটে লোকের মাঝে
খুঁজে ফিরি তারে।
কোথায় গেলে দেখা হবে
কেউ কী বলতে পারে!
খুঁজে ফিরি লোকালয়
আর পাহাড়, নদী, বন।
মরুভূমি,গহীন সাগর তলে
করেছি অন্বেষণ।
সকাল বেলা খোঁজা শুরু
ফিরতে আঁধার রাতি।
সবার ঘরে জ্বলে আলো
জ্বলে না মোর বাতি।
বিরহ জ্বালায় জ্বলে মরে
আমার উদাসীন মন।
প্রিয়া বিনা হতাশায় ভরা
এই পোড়া জীবন!
একলা ঘরে বসে ভাবি
কোথায় তারে পাব।
যদি যেতে হয় জাহান্নামে
তবুও সেথা যাব।
স্বপ্নে এসে কহে মোর প্রিয়ে
বৃথা খোঁজ হেথাহোথা।
অন্তর মাঝে দেখ একবার
পাবে মোরে তুমি সেথা।
******
© Reserved
(রচনাকাল : ১৪/০২/২০২১)
রচনাকাল : ২১/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।