শিরোনাম : আত্মহত্যা
কলমে ✍️ : হিরণ্ময় দত্ত
২০/০৩/২০২১
অপূর্ণ বাসনা মনের কোণে
হতাশায় ভরে মন।
হতাশায় ভরে অবসাদে ভুগে
করে আত্মহনন।
নানা জনের নানান কারণ
ভিন্ন ভিন্ন ধরন।
বিফল প্রেমের জ্বালায় জ্বলে
করে মৃত্যু বরণ।
শিক্ষিত বেকারের নেই চাকরি
হতাশায় ভুগে মরে।
পরীক্ষার্থী অসফল হবার কারণে
আত্মহত্যা করে।
চাষি লাভের মুখ দেখে না
বাড়ে ঋণের ভার।
বণিক লোকসানের জ্বালায়
পথ নেয় আত্মহত্যার।
রমণী অবৈধ প্রণয় যাতনার
কলঙ্ক চায় মোচন।
বাঁজা নারী,পণের লাঞ্ছনা বধূর
আত্মহত্যার কারণ।
অসফলতা, লাজ, লাঞ্ছনায় মন
অবসাদে যায় ভরে।
দুঃখ মোচন করতে চায় মন
মরণের পথ ধরে।
******
© Reserved
রচনাকাল : ১২/০৩/২০২১
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।