শিরোনাম : পলাশের ডাক
কলমে✍️ : হিরণ্ময় দত্ত
২০/০৩/২০২১
আয় না রে সই
বাঁধন হারাই
আজ দু'জনে ফাগুন দিনে।
মন জুড়ে তুই
খুশির চড়ুই
প্রাণ আনচান তোরে বিনে।
বুঝিনা কী কারণ
এ তনু মন
জ্বলে মরে প্রেম অনলে
ডাকে ওই শোন
পলাশ বন
দখিনা দুয়ার গেছে খুলে।
আয় সখী আয়
দ্বিধা সরায়
আয় না রে তুই লাজ ভুলে।
আজ ফাগুন বেলায়
আয় ছুটে আয়
রাঙা হই মোরা আজ দোলে।
ভুলে দিগ্বিদিক
ঠিক বেঠিক
তোর মন যমুনায় হব বানভাসি।
ফাগুন সব নিক
রাঙিয়ে দিক
বাসন্তিকায় মন-প্রাণ খুশি।
******
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।