বিভাগ : কবিতা
শিরোনাম : উৎসর্গ
কলমে✍️ : হিরণ্ময় দত্ত
১২/০৩/২০২১
সৃষ্টির সুখে পুলকিত মন
আজিকে খুশিতে ভরে।
কবিতা লিখব কখনও আমি
ভাবিনি তেমন করে।
কবিতা লেখার প্রেরণা তুমি
তোমা কাছে আমি ঋণী।
এ জনমে ঋণ শুধিব কেমনে
হে মোর শিক্ষাগুরু গুণী!
কবিত্ব করার বাসনায় মোর
কবিতা রচনা নয়।
মনের কথার কলমে প্রকাশ
আপন খেয়ালে হয়।
এ জনমে মোর মিটত না সাধ
বলত না কেউ কবি।
তুমি যদি কভু নাহি হতে সাথে
মোর অন্তর মাঝে ছবি।
আজিকে সমূহ মান সম্মান
তোমার কারণে পাই।
আমার সকল খুশি তোমাকে
নিবেদন করে যাই।
******
© Reserved
রচনাকাল : ০৪/০৩/২০২১
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।