বিভাগ : কবিতা
শিরোনাম : ভোট রঙ্গ
কলমে ✍️ : হিরণ্ময় দত্ত
১৩/০৩/২০২১
একুশে ভোটের দাদামা বাজবে
আর কটা দিন পরে।
ভোট প্রার্থনা লয়ে নেতারা
ঘুরবেন দোরে দোরে।
মিষ্টি হেসে করজোড়ে তখন
কত অনুনয় বিনয়।
কেমন আছেন দাদা আমার
ভোট দেবেন আমায়।
জন সমাবেশের প্রতিযোগিতা
হবে কোমর কষে।
এ ওর দিকে ছুড়বেন কাদা
ফুঁসবেন মিছে রোষে।
কারা কত বেশি জনদরদি
তার প্রতিযোগিতা।
প্রতিশ্রুতির বন্যায় ভরে যাবে
ইস্তাহারের পাতা।
সবাই তখন বিড়াল সন্ন্যাসী
গরিবের খুশি চান।
গরিবের দুঃখে তখন সবার
কাঁদবে মনপ্রাণ।
ভোট কেনার প্রতিযোগিতায়
রাখ খুশি ভোটার।
ভূরিভূরি সাহায্য বিনে পয়সায়
আর ছড়াছড়ি টাকার।
ভোট রঙ্গ মিটে গেলে তারপর
বাড়ুক জিনিসের দাম।
তেনাদের চিত্ত রবে নির্বিকার
সাধারণের কালঘাম।
******
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।