বিভাগ : কবিতা
শিরোনাম : আজিকে বসন্ত
কলমে ✍️ : হিরণ্ময় দত্ত
১৫/০৩/২০২১
কে আছিস কোথায় দেখবি আয়
এসেছে বসন্ত আজ।
প্রকৃতি মেতেছে রঙের খেলায়
কত তার বাহারি সাজ।
বয়ে চলে আজ দখিনা বাতাস
হৃদয় ওঠে দুলে।
ফাগুন বেলায় দখিন দুয়ার
আজ গিয়েছে খুলে।
বিরহী কোকিল কুহু কুহু রবে
ডাকিছে কাতর স্বরে।
প্রিয়া বুঝি তার গেছে হারায়ে
অপেক্ষা প্রিয়ার তরে।
শুকনো পাতারা নেই আর তারা
গেছে সব ওরা ঝরে।
কপোতকপোতী রে আকুল স্বরে
ডাকে মিলনের তরে।
কৃষ্ণচূড়ার গাছ লালে লাল আজ
দাঁড়ায়ে পথের বাঁকে।
কত নব কিশলয় উঁকিঝুঁকি দেয়
গাছে গাছে শাখে শাখে।
বিহঙ্গ গগনে উড়িছে পবনে
ডানা দু'খানি মেলে।
নীল নীলিমায় মেঘ নাহি তায়
রবির কিরণ খেলে।
কাননে কুসুম কলি সকলি
হাসিছে দুলে দুলে।
অলিরা সকলে গুঞ্জন করে
বাগিচায় ফুলে ফুলে।
পলাশের বন লালে লাল এখন
জ্বলে উঠেছে আগুন।
শীতের শেষে এল অবশেষে
আমার সাধের ফাগুন।
মহুয়ার গন্ধ বাতাসে ভেসে
মনকে মাতাল করে।
বাতাবি লেবু, সহকারে মুকুল
থরে থরে গেছে ভরে।
প্রকৃতির রঙে কামাতুর মনে
বাসনা জাগে সংগোপনে।
উচাটন মন আজ বিরহে আকুল
প্রিয়ার সনে মিলনে।
******
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।