গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ের মাটি মাটি নয় সোনা খাঁটি
এ মাটিতে ফলে সোনাধান,
আমাদের এই গ্রাম সুখ শান্তি স্বর্গ ধাম
গাঁ আমার মায়ের সমান।
গাঁয়ে আছে ছোট ঘর কেহ নয় মোর পর
গ্রামবাসী সবাই আপন,
কামার কুমোর তাঁতি সবাই আমার সাথী
সুখে দুখে থাকে সর্বক্ষণ।
দূরে অজয়ের ঘাট রবিবারে বসে হাট
গাঁয়ের লোকেরা আসে হাটে,
লোকেদের আনাগোনা সারাদিন বেচাকেনা
পশ্চিমেতে সূর্য বসে পাটে।
গাঁয়ে আছে স্নেহ ছায়া মমতা মাখানো মায়া
গাঁয়েতে আছে মাটির টান,
সাঁঝের সানাই বাজে গাঁয়ে আটচালা মাঝে
কভু হয় বাউলের গান।
কভু শুনি যাত্রা গান প্রাণ করে আনচান
যাত্রার আসরে জ্বলে আলো,
উচ্চকণ্ঠে যাত্রাপালা কান করে ঝালাপালা
যাত্রা তবু শুনি লাগে ভালো।
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।