বেশ তো আছি গতানুগতিকের মলাটে। সময় যদি বা পোড়েও তার তাপ গায়ে লাগে না আর। আমার সাথে আমার সমঝে চলা গুলো হাঁটে তাদের পেছনে ঠায় দাঁড়ানো থাকে অনুরাগী অন্ধকার। আকাশ দুরে দুরেই থাক না যেমন আছে বরং কাছে মাটি যখন সেই মাটিরই সমার্থক থাক না আচরণ… এর পরও আমায় স্বপ্ন দেখাবে আবার?রচনাকাল : ১৫/৩/২০২১