স্টাডি টেবিল থেকে গলা চড়িয়ে অর্ণব ডাকছে, "তুষ্টি পানি দিয়ে যেও তো"। রান্নাঘরে শ্বাশুড়ি মায়ের সাথে কাজ করতে করতেই তুষ্টির উত্তর,"ওখানেই তো আছে দেখো না!" "শেষ" - নিস্প্রভ উত্তর অর্ণবের। খানিক বাদে পানি নিয়ে তুষ্টি ঘরে ঢুকলে অর্ণব মুচকি হেসে পানিটা খেয়ে নিল। বোতলভরা পানি তখনও স্টাডি টেবিলের পাশে ঠায় দাঁড়িয়ে।রচনাকাল : ১৪/৩/২০২১