বসন্তের আগমন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনাদি মুখার্জি
দেশ : India , শহর : মুনসেফডাঙ্গা, পুরুলিয়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ২২ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ১০৯৩৫ জন পড়েছেন।
ঋতুরাজ বসন্ত 
কলমে ,,অনাদি মুখার্জি 

কোকিলের কুহু কুহু রব শুনে বুঝিলাম এসেছে  বসন্তের আগমন ,
মনে পড়ে যায় ঐ রাঙামাটি পলাশের বন !
আমার ও প্ৰেম আসে এই বসন্তের,
তাই মন চলে যায় ঐ মায়াপুরে ,
ঋতুরাজ বসন্তের ফুলে ফুলে,
মনের বাগান ভরেছে কত রঙের !
হলুদ গাঁদা আর কত লাল পলাশ ফুলে ,
উড়ে উড়ে আসে কত অলি মধু লোভে !
ভোরবেলা কোকিল ডাকে কুহু কুহু রবে,
এইসব দেখে ভুলে যায় যত অভিমান রেখে ছিলাম পুষে !
হৃদয়ের কন্ঠ বেজে ওঠে এই  ফাল্গুনের সমারোহে,
দুলে উঠুক মোর  হৃদয় ঐ দক্ষিণায় বাতায়নে !
বার বার ফিরে আসুক এই বসন্তের রাজ রে !
রচনাকাল : ১৩/৩/২০২১
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 1  Germany : 1  Hungary : 2  India : 50  Ireland : 2  Russian Federat : 1  Saudi Arabia : 4  Sweden : 1  
Ukraine : 3  United States : 80  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 1  Germany : 1  
Hungary : 2  India : 50  Ireland : 2  Russian Federat : 1  
Saudi Arabia : 4  Sweden : 1  Ukraine : 3  United States : 80  
কবি পরিচিতি -
                          অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন।

ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন। 
                          
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের আগমন by Khokan Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৫১৪১
  • প্রকাশিত অন্যান্য লেখনী