ঋতুরাজ বসন্ত
কলমে ,,অনাদি মুখার্জি
কোকিলের কুহু কুহু রব শুনে বুঝিলাম এসেছে বসন্তের আগমন ,
মনে পড়ে যায় ঐ রাঙামাটি পলাশের বন !
আমার ও প্ৰেম আসে এই বসন্তের,
তাই মন চলে যায় ঐ মায়াপুরে ,
ঋতুরাজ বসন্তের ফুলে ফুলে,
মনের বাগান ভরেছে কত রঙের !
হলুদ গাঁদা আর কত লাল পলাশ ফুলে ,
উড়ে উড়ে আসে কত অলি মধু লোভে !
ভোরবেলা কোকিল ডাকে কুহু কুহু রবে,
এইসব দেখে ভুলে যায় যত অভিমান রেখে ছিলাম পুষে !
হৃদয়ের কন্ঠ বেজে ওঠে এই ফাল্গুনের সমারোহে,
দুলে উঠুক মোর হৃদয় ঐ দক্ষিণায় বাতায়নে !
বার বার ফিরে আসুক এই বসন্তের রাজ রে !
রচনাকাল : ১৩/৩/২০২১
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।