বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা মুহূর্ত (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষ মাঘের শীতের রিক্ততা ও শূন্যতা পূর্ণ করার মানসে বঙ্গঋতু রঙ্গমঞ্চে প্রত্যাশা ও প্রাপ্তির রঙিন স্বপ্ন নিয়ে প্রকৃতিকে অপরূপ সাজে সাজাতে আবির্ভাব ঘটে ঋতুরাজ বসন্তের। দখিনা মৃদু মন্দ সমীরণ কর্মক্লান্ত দেহ সৌষ্ঠবে জাগায় পুলক শিহরণ। বনবীথি প্রান্তর অরণ্যানী মুখরিত হয়ে ওঠে কোকিলের কুহুগীতি আর পাখপাখালির কলকাকলিতে। বৃক্ষশাখে শোভিত নবকিশলয়, শিমুল, কৃষ্ণচূড়া, মাধবীলতা আর আম্র মঞ্জুরির গন্ধ মদিরতায় বাংলার সবুজ শ্যামল প্রকৃতি এক অপরূপ মুগ্ধতা ছড়ায় চারদিকে। এ নৈসর্গিক প্রকৃতির নয়নলোভা বিচিত্র সৌন্দর্যের পশরায় বাঙালির বিমুগ্ধ চিত্ত আবহমানকাল ধরে উপভোগ করে আসছে।
ষড়ঋতুর এই বাংলাদেশে প্রকৃতি তার অঙ্গে বিচিত্র সৌন্দর্যের ডালি নিয়ে ভিন্ন ভিন্ন রূপময়তায় বাঙালি চিত্তে পুলক শিহরণ জাগায় স্নিগ্ধ কোমল প্রশান্তির আবেগময় পরশে। গাছে গাছে নব পুষ্প মঞ্জুরি, ব্যাকুল অলির ফুলে ফুলে বিচরণ, গাছে গাছে শিমুল পলাশের রক্তাভার বিচ্ছুরণ বাংলার প্রকৃতিকে করে তোলে অপূর্ব সৌন্দর্যের রানী। এ কারণে ঋতু বৈচিত্র্যের ভিন্ন ভিন্ন সৌন্দর্যের বিবেচনায় বসন্তকে ঋতুর রাজা বলা হয়।
বাংলার প্রকৃতিতে রূপ-রস-গন্ধের ঝাঁপি নিয়ে আবির্ভাব বসন্ত ঋতুর। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির অঙ্গসৌষ্ঠবে আসে পরিবর্তন- যা মানব মনকেও উদ্বেলিত করে নব নব প্রাপ্তি ও প্রত্যাশার দ্বৈরথে। বসন্ত ঋতুর জৌলুস ও বিচিত্র রূপমাধুর্যে এ দেশের কবি সাহিত্যিকগণ চিরকালই উল্লসিত এবং বিমোহিত। বসন্ত ঋতুর সৌন্দর্য এবং মানব মনে তার প্রভাব নিয়ে এদেশের অংসখ্য কবি সাহিত্যিকগণের অনুভূতির শিল্পিত রূপ কবিতার আখরে তাদের কাব্যভূমে সুভাসিত হয়ে উঠেছে।
প্রাচীন সাহিত্য বিবেচনায় প্রাপ্ত গ্রন্থের তালিকায় চর্যাপদই অগ্রগণ্য। এ গ্রন্থে প্রকৃতির কিঞ্চিৎ নমুনা ‘উঁচা উঁচা পার্বত তহি বসই সবরী বালী মোরঙ্গি পীচ্ছ পরিহান সবরী গিবত গুজরী মালী’ পরিলক্ষিত হলেও ঋতুর কোনো উল্লেখ নেই। বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন বড়– চণ্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে বসন্ত ঋতুর উল্লেখ আছে। রাধাকৃষ্ণের প্রেম-বিরহ ও অভিসার বর্ণনার নিপুণতায় বসন্ত ঋতুর প্রভাব মেলে। রাধার অপূর্ব দৈহিক সৌন্দর্য কৃষ্ণ বিরহে মলিনতায় পর্যবসিত। কৃষ্ণ ব্যতীত সে সৌন্দর্য অর্থহীন। বসন্ত প্রকৃতি যতই না মনে ধরুক- কৃষ্ণ বিরহে তা যন্ত্রণারই শামিল। কৃষ্ণ বিরহে বসন্ত প্রকৃতিতে রাধার চিত্তে হতাশা ও কষ্টের বহিঃপ্রকাশ প্রতিধ্বনিত হয়েছে।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।