বিদায় দিয়ে দু' হাজার কুড়ি
একুশের কাছে রাখি প্রত্যাশা।
একুশ কী পারবে ঘুঁচিয়ে দিতে
মানুষের সকল দুঃখ-দুর্দশা?
একুশ কী পারবে আনতে এবার
পরিবর্তনের সমূহ পরিবর্তন?
একুশ কী পারবে করতে এবার
বেকারত্বের সমূহ দূরীকরণ?
একুশ কী পারবে করতে এবার
সাধারণ মানুষের উন্নয়ন!
একুশ কী পারবে করতে এবার
ভ্রষ্টাচারের সমূলে বিসর্জন?
একুশ কে পাখির চোখ করে
ওরা সবাই করে চিৎকার।
এ ওর ঘাড়ে দোষারোপ করে
সমালোচনায় হয় মুখর।
সুযোগ পেলে দেশটা মুড়বে সোনায়
ভাবখানা এমন দেখছি সবার!
গরিবি দূর হয়ে যাবে ফুস্ মন্তরে
দুঃখ দুর্দশা যেন রবে না আর!
চাই না শুনতে শুধু মুখের ভাষণ
কথায় ও কাজে চাই প্রমাণ।
অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করেছ
এবার হিসাব নাও জনগণ।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।