বসন্তের আগমন মনে তোলে আলোড়ন,
প্রকৃতি-তে নব সাজ, প্রাণের স্পন্দন।
দখিনা বাতাস দেয় হৃদয় দুয়ারে দোলা,
দেখ চেয়ে প্রকৃতির নানা রঙের খেলা।
ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কুহুতান,
মহুয়ার গন্ধে মাতাল হয় মন-প্রাণ।
পলাশ, শিমুলের রঙে মনে লাগে আগুন,
প্রকৃতি জানায় এবার এসেছে ফাগুন।
সাজ সাজ রব ওঠে ওই কুঞ্জবনে,
বংশীধারী খেলবে হোলি শ্রীরাধিকা সনে।
প্রেম ভালোবাসা জাগে মনে সঙ্গোপনে,
বিরহী ব্যাকুল মন আকুল হয় মিলনে।
ভালোবাসার রঙে রাঙাতে চায় প্রিয়ার মন,
প্রেমের ফাগে রাঙা লাজুক প্রিয়ার বদন।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।